নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত নির্মাতা মৃণাল সেনকে ভারতের পাশাপাশি স্মরণ করছে বাংলাদেশ। ফরিদপুরের ছেলে মৃণাল সেন স্মরণে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মুভমেন্ট’ নামে সংগঠন শাহবাগের আজিজ সুপার মার্কেটে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
দু’দিন ব্যপী এ আয়োজনে শুক্রবার মৃণাল সেনের কলকাতা ত্রিলোজি ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’ এবং ‘পদাতিক’ প্রদর্শন হবে। দ্বিতীয় দিন শনিবার প্রদর্শন হবে‘একদিন প্রতিদিন’, ‘চালচিত্র’ ও ‘অকালের সন্ধানে’। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শন।
ভারতীয় উপমহাদেশের তিনজন সেরা নির্মাতার একজন মৃণাল সেন। ঋত্বিক ও সত্যজিতের সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম।
গত ৩০ ডিসেম্বর ৯৫ বছর বয়সে চলে যান মৃণাল সেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে মৃণাল সেনকে পদ্মভূষণ ও ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়।