বাংলা সংগীতের কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনকে আজীবন সম্মাননা দেওয়া হলো কলকাতায়। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত ‘বাংলা উৎসব’-এ তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়। সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ছাড়াও বাংলা সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
সাবিনা ইয়াসমিন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহু নামজাদা পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার তাকে দেশে বিদেশে আরও সম্মানিত করলো।
বাংলা গানের প্রাচুর্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র্য তুলে ধরতে কলকাতায় নজরুল মঞ্চে ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে এ‘বাংলা উৎসব’। দুই বাংলার সংগীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত এ উৎসব চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
এদিকে আজীবন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছেন বলে জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, আমার গানের ক্যারিয়ারে এই প্রাপ্তি নিঃসন্দেহে গর্বের। শুধু এটা নয়, প্রতিটা সম্মাননা প্রাপ্তি-ই আমার জন্য গর্বের। আমি এই আনন্দটা দুই বাংলার মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।
কলকাতায় আয়োজিত বাংলা উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ড. আনিসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, বাংলাদেশের বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, বন্ধন ব্যাংকের মহাপরিচালক চন্দ্রশেখর ঘোষ, চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল প্রমুখ।
শুরুতেই বাংলার ষড়ঋতুর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লোপামুদ্রা মিত্র ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া জীবনমুখী গানে শ্রোতাদের মুগ্ধ করেন নচিকেতা চক্রবর্তী। এছাড়া ফাহমিদা নবী, শুভমিতা ও প্রবুদ্ধ কর এ সময় সঙ্গীত পরিবেশন করেন।