গেল বছরে বেশকিছু গান ও মিউজিক ভিডিও উপহার দিয়ে আলোচনায় ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এ বছর তাঁর শুরু হলো অনেক দিন ধরে আলোচনায় থাকা গান ‘চল পালাই’ দিয়ে।
রোমান্টিক এ গানে আসিফ আকবরের সহশিল্পী পাপড়ি। এই গানের মিউজিক ভিডিও শীঘ্রই মুক্তি পাচ্ছে। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিশ। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে এ ভিডিওর অভিনয়ও করেছেন আসিফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
এ বিষয়ে আসিফ আকবর জানান, এটি একটি তারুণ্যের প্রেমের গান। পাপড়ি অনেক ভালো গায়। অনেক দিন পর মাহমুদ জুয়েল ভাইয়ের সাথে আবার কাজ করলাম। ভালো লাগছে। ভিডিওতে সৈকত নাসির তার কারিশমা দেখিয়েছে। পায়েল মুখার্জী কলকাতার মেয়ে। ও খুব ভালো পরফর্ম করেছে গানটিতে। আমার বিশ্বাস সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে গানটি।
গানটি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে। আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানটি। পাশাপাশি গানটি ডিএমএস ওয়েবসাইটে শোনা যাবে। এছাড়া জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবেও শোনা যাবে গানটি।