নিজস্ব প্রতিবেদক :
গত বছর কলকাতায় ‘বিসর্জন’ ও ঢাকায় দেবী করে প্রশংসায় ভাসছেন দুই বাংলায় সমান জনপ্রিয় পাওয়া অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিটি ইতিমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। ছবিটিতে অভিনয় করে জয়া আহসান পশ্চিমবঙ্গের ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ড, সেরা বাঙালি এবিপি আনন্দ পুরস্কার, হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব, ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেন। এ বছরে শুরুর সপ্তাহে কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিসর্জন’ছবির সিক্যুয়েল‘বিজয়া’। ছবিটি নিয়েও ভারতে প্রশংসায় ভাসছেন তিনি। এরই মধ্যে জয়া অভিনীত নতুন একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। শনিবার ইউটিউবে মুক্ত করা হয়েছে‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির ট্রেলার। ছবিটিতে বাজিমাত করেছেন জয়া এমনই মত সংশ্লিষ্টদের।
কলকাতার হার্ড রক ক্যাফেতে ট্রেলার মুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ১ মিনিট ২৬ সেকেন্ডের এই ট্রেলার মুক্তি দেওয়া হয়। ট্রেলারটি প্রকাশের পর জয়া আহসানের অভিনয় প্রতিভায় মুগ্ধ সবাই। এ ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে সবাই। ছবিটির মুক্তির তারিক ঘোষণা না হলেও এ বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব পাল। জানা গেছে, ছবিটি এ বছরই মুক্তি পাবে।
‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জয়া আহসান। তিনি লেখেন, ‘বৃষ্টি মানেই ভালোবাসা নয়’। ছবিতে বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন জয়া।
জয়া আহসানের আরও খবর :
⇒ জয়া-প্রসেনজিতের ‘রবিবার’ আসছে ২৭ ডিসেম্বর
⇒ অতনু ঘোষ ও প্রসেনজিৎ-এর সঙ্গে জয়া আহসান
⇒ আহমদ ছফার ‘তায়েবা’ জয়া
জয়া জানিয়েছেন, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি। খুব ডাইনামিক একটা চরিত্র। ভীষণ স্ট্রং সেন্স আছে চরিত্রটার মধ্যে। একদম অন্য ধরনের ছবি। তিনি বলেন, ‘এর আগে আমি কোনো সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে কাজ করিনি, এবারই প্রথম।’
ছবির নায়িকা বৃষ্টি ‘স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডার’-এর রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে বেড়াতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়, যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত যেতে হয়। ছবিতে মনোরোগ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত।
‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন অংশুমান-প্রত্যুষ।
জয়ার অভিনয়ের প্রশংসায় উচ্ছ্বসিত অর্ণব পাল ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘গল্প-চিত্রনাট্য যদি হয় শতকরা ৭০ ভাগ, জয়া তাঁর অতুলনীয় অভিব্যক্তি দিয়ে সেটা পুরো ১০০ ভাগ করে দিয়েছেন।’
আর চিরঞ্জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বললেন এভাবে, ‘খুব ভালো। তিনি খুব সাহায্য করেছেন। এমনকি রাত সাড়ে ১১টা পর্যন্ত শুটিং করেছেন, যা সাধারণত তিনি করেন না।’
নারীকেন্দ্রিক এই ছবিতে জয়া আহসান ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, সুব্রত দত্ত, বাদশা মৈত্র, সঞ্জীব সরকার, রাজেশ শর্মা, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ। বালাজি মোশন পিকচার্স ছবিটি প্রযোজনা করেছে। ছবিটির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র ও রকেট মণ্ডল।