চট্টগ্রামে আইয়ুব বাচ্চু স্মরণে বিশেষ স্মরণ সভা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এ স্মরণ সভা ও কনসার্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আইয়ুব বাচ্চু সংগীত স্মৃতি পরিষদ, চট্টগ্রাম অডিও সংগীত শিল্পী সংস্থা, ফেয়ার টাচ মিডিয়া, ও এবি মিউজিক স্টেশন এর সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করেছেন আশিক বন্ধু। তাঁর লেখা ‘সবার প্রিয় এবি’ শিরোনামের একটি গানও প্রকাশিত হবে অনুষ্ঠানে।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। দ্বিতীয় পর্বে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন চট্টগ্রামের সাসটেইন ব্যান্ড, সাইফুদ্দিন মাহমুদ খান, মামুনুল ইসলাম সহ অনেকে।
আয়োজক গীতিকার আশিক বন্ধু বলেন, বাচ্চু ভাইয়ের জন্ম, বেড়ে ওঠা, গানের শুরুটা সব চট্টগ্রামে। তাই বাচ্চু ভাইয়ের প্রতি আমাদের ভালবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ একটু বেশি। বাচ্চু ভাই আমাদের মনে প্রাণে গানে আছেন, থাকবেন। তার গানগুলো আগামীতেও যেন নতুন প্রজন্মের মাঝে বেঁচে থাকে-সে প্রত্যাশায় এই স্মরণ অনুষ্ঠান করা হচ্ছে।
গতবছর ১৮ অক্টোবর আকস্মিকভাবে হাজারও ভক্তকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। ভক্তদের চাওয়া পাওয়াকে গুরত্ব দিয়ে প্রিয় শিল্পীকে স্মরণ করতে এ আয়োজন।