নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী ফিল্মস’-এর ব্যানারে নির্মিত ‘জ্যাম’ ছবিতে আছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এ ছবির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে ঋতুপর্ণার জন্য বাকি ৩০ শতাংশ এগুচ্ছে না। কারণ বাংলাদেশে অভিনয়ের জন্য এখনও ওয়ার্কপারমিট পাননি দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা।
জানা যায়, ‘জ্যাম’ সিনেমার তিরিশ শতাংশ কাজ বাকি আছে। সেটাই হলে সম্পাদনা শুরু করবে প্রযোজনা সংস্থা ইতমধ্যে ঋতুপর্ণার অভিনয়ের ব্যাপারে কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তবে এ ব্যপারে কোনো সিদ্ধান্ত আসেনি। অনুমতি পেলে পরবর্তী শ্যুটিং শুরু করা হবে বলে জানা গেছে।
এই ছবির প্রধান দুই চরিত্র ফেরদৌস ও পূর্ণিমা। দশ বছর পর এই ছবির মাধ্যমে ফের জুঁটি বেঁধেছেন তারা। ছবিতে একটি ছোট ও খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘জ্যাম’ প্রযোজনা করছেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।