নাটকের দল প্রাচ্যনাটের ২০ বছর পূর্তি উপলক্ষে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের আলোচিত উপন্যাস ‘খোয়াবনামা’ থেকে মঞ্চস্থ হবে নাটক। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করা হবে বলে জানিয়েছেন নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন। আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে দেখানো হবে নাটকটি।
ইমন জানান, নাটকটির নির্মাণ প্রস্তুতি চলছে। তবে নির্মাণকালীন সময়েই এর অংশ বিশেষ মঞ্চস্থ করা হচ্ছে। অনেক দিন ধরে বড় পরিসরে একটা পরিকল্পনা ছিলো। এছাড়া প্রাচ্যনাটের ২০ বছর উপলক্ষে আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ থেকে নেয়া হয়েছে নাটকের মুলভাব।
‘খোয়াবনামা’য় বর্ণিত হয়েছে ব্রিটিশ শাসনামলকে পটভূমি রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি এলাকার গল্প। বলা হয়েছে ভারতবর্ষেরে একটি রাজনৈতিক ইতিহাস।
নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘একটু একটু করেই আগাতে চাই। শুরুটা হোক, তারপর নিশ্চয়ই গন্তব্যে পৌঁছানো যাবে। যারা আজ অভিনয় করছে বা যা অভিনীত হচ্ছে ভালমন্দ এখনই বিচার করতে না বসি। এই অভিনয়ের প্রেরণা তাদেরকে পথ দেখাক আর তাদের প্রেরণা আমাদের উদ্যোমী করে তুলুক, পথ দেখাক, তবেই না আমাদের খোয়াবগুলো পূর্ণতা পাবে। জয় হোক থিয়েটারের।’
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আখতারুজ্জামান ইলিয়াসেরই ভাই ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। থাকবেন অভিনেত্রী বিপাশা হায়াত।
নাট্য প্রদর্শনী ছাড়াও মিলনায়তনের বাইরে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী করা হবে।