ডিজিটাল মাধ্যমের জয়যাত্রায় চলচ্চিত্রে যোগ হয়েছে ডিজিটাল প্রদর্শন। এ ব্যবস্থায় দুনিয়াজুড়ে এখন ওয়েব সিরিজের জয়জয়কার। আর এ মাধ্যমে এবার মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান রবি এবং এয়ারটেল চালু করলো প্রথম ওয়েব সিরিজ ভিত্তি অ্যাপ সিনেস্পট। আর শুরুতেই প্রকাশ হলো বিগ বাজেটের ধারাবাহিক সিরিজ ‘ইন্দুবালা’র প্রথম পর্ব। যেখানে প্রথবারের মতো অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। ওয়েবটি নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন।
প্রতি রবিবার ও বৃহস্পতিবার প্রচার হবে পরের পর্বগুলো। পপি ছাড়াও ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান, শহিদুজ্জামান সেলিম, আঁচল, এবিএম সুমনসহ অনেকে।
সিনেস্পট অ্যাপ ইনোভেট সল্যুশনের একটি সেবা। সিনেস্পট থেকে শিগগির মোস্তফা কামাল রাজের কুয়াশা, অনন্য মামুনের জার্নি, সৈকত নাসিরের ট্রাপড ওয়েব সিরিজগুলো প্রকাশ পাবে বলে জানা গেছে। ।
সিনেস্পট থেকে ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজটি দেখতে হলে স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ইনস্টল করতে হবে। অথবা রবি এয়ারটেল গ্রাহকদের ভিজিট করতে হবে।