আগামী ১৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি দেখতে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগ্রহ দেখিয়েছেন। ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি দেখার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানাতে গত সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে যান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। রাষ্ট্রপতি ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আগ্রহ দেখিয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্সের সীমন্ত সম্ভার শাখায় রাষ্ট্রপতি ছবিটি দেখবেন বলে জানিয়েছেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ।‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রযোজক আর ছবিটি নির্মাণ করা হয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
‘ফাগুন হাওয়ায়’ ছবিটি ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। এই ছবিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা।
‘ফাগুন হাওয়ায়’ ছবি দেখার আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে দুটি গানের সিডি ও বই তুলে দেন ফরিদুর রেজা সাগর। সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘গান গেয়ে পরিচয়’, রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তুমি মোর পাও নাই পরিচয়’ এবং ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইটি তুলে দেওয়ার সময় পাশে ছিলেন শাইখ সিরাজ।
‘ফাগুন হাওয়ায়’ ছবির ট্রেলার প্রকাশিত হয় ২০ জানুয়ারি। তৌকীর আহমেদ জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে প্রকাশিত হবে ছবির নতুন গান। গানটির শিরোনাম ‘আমি বারবার হাজারবার’। তাতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সুকন্যা।