বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ভবনে বসেছে বাংলা খেয়াল উৎসবের ৫ম আসর। প্রতি বছরের মতো এ আয়োজন চলবে শুক্রবার সকাল পর্যন্ত। বাংলা সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির বার্তা প্রধান শাইখ সিরাজ জানিয়েছেন, বাংলা খেয়াল উৎসবের সবচেয়ে বড় দিকটি হলো বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ। শুদ্ধ সংগীত বিকাশে উচ্চাঙ্গ সঙ্গীত ও খেয়াল কাজ করে যাচ্ছে। এটি উচ্চাঙ্গ সঙ্গীতের এমন শাখা যার সাথে সাধারণ দর্শকের সরাসরি সম্পৃক্ততা অনেক কম। চ্যানেল আই সেই সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলা খেয়াল নিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রাতব্যাপী এ আয়োজনে পুরোধা ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য শিল্পীসহ দেশের প্রায় দুইশ ক্ষুদে শিল্পী অংশ নিয়েছেন। শুভ্র সাদা পোশাকে দুপুর থেকেই চ্যানেল আইয়ের প্রাঙ্গনে আসে ক্ষুদে ও নবীন-প্রবীন শিল্পীরা। বাংলা খেয়াল নিয়ে সবার মনে উচ্ছ্বাস। ক্ষুদে শিল্পীদের সঙ্গে আসতে দেখা গেছে তাদের অভিভাবকদেরও।
আসরটি চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। উৎসবটির প্রযোজক হিসেবে আছেন অনন্যা রুমা। তিনি জানান, বৃহস্পতিবার রাতভর ১০টি দলে ১০০ জন শিল্পীর পরিবেশনা রয়েছে। তিনি বলেন, আমরা চাচ্ছি বাংলা সঙ্গীতের উৎকর্ষকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় ৫ম এই আসর। আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলা খেয়ালের আরো অনেক বেশি উৎকর্ষ সাধিত হবে, প্রতিটি সঙ্গীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে।