ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত তৌকির আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’র উদ্বোধনী প্রদর্শনী বঙ্গভবনে করার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ছবিটির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর পরিবারসহ ছবিটি দেখবেন তিনি।
ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি টিটু রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত।
সিনেমাটিতে অভিনয় করেছেন নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ।
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য নির্মাতা তৌকীর আহমেদের।
ছবিটিতে সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসির চরিত্রে রুপদান করেছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমাকে চাই’। এর কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ ও পিন্টু ঘোষ।
গল্প সম্পর্কে তৌকীর আহমেদ বললেন, ‘ফাগুন হাওয়ায়’ মোটেও ভারী গল্পের চলচ্চিত্র না। খুব পরিশ্রম করে চলচ্চিত্রটি বানিয়েছি। ‘ফাগুন হাওয়ায়’র গল্পটা ভীষণভাবে হিউমারাস, অনেক কমিক উপাদান রয়েছে এর মধ্যে। অনেক প্লে-ফুলি গল্পটা বলার চেষ্টা করেছি। একদল তরুণ ছেলেমেয়ে তাদের মধ্যে অনেক দস্যিপনা রয়েছে। অনেক বাঁদরামো রয়েছে। সবকিছু মিলিয়ে একটু অন্যভাবে বানিয়েছি। দর্শক যেন দেখে মজা পায়।