বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে শপথ নিলেন দেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। একই দিনে পেলেন রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। একই দিনে এই দুই অর্জণে সিক্ত হচ্ছেন তিনি। তাঁর এই অর্জনে সুবর্ণা মুস্তাফাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁর সতীর্থরা। তবে এই দিনটি যে তাঁর জন্যে একটি শোক স্মরণেরও। সুবর্ণার বাবা প্রভাবশালী অভিনেতা গোলাম মোস্তফার মৃত্যুর দিন আজ। ২০০৩ সালের এই দিনে পৃথিবী থেকে চিরবিদায় নেন এই অভিনেতা।
এই দিনে বাবাকে স্মরণ করে সুবর্ণা মুস্তফা আবেঘগন স্ট্যাটাস দিয়েছেন। এই দিনে দুই অর্জনে সিক্ত হয়ে বাবাকে স্মরণ করে শপথ গ্রহণ ও একুশে পদক গ্রহণের আগেই নিজের ফেসবুকে লিখেন, ‘ষোল বছর! অথচ মনে হয় এই তো সেদিন। বাবার সাথে দেখা করে ফিরছি। আজ অদ্ভুত এক দিন। বাবার চলে যাওয়ার দিন। আমার শপথ গ্রহণ করার দিন। আমার একুশে পদক গ্রহণ করার দিন। জীবনের সুখ দুঃখ মিলে মিশে একাকার হয়ে যাওয়ার দিন। বাবা, তোমাকে আর আম্মাকে আমি আর সুমিত বাবু অনেক ভালোবাসি।’
এরপর সকালে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। বিকেলে অভিনয়ে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন একুশে পদক।