নিজস্ব প্রতিবেদক দেশে মুক্তির এক সপ্তাহ পর এবার আন্তর্জাতিক বাজারে মুক্তি পেয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। শুক্রবার থেকে ছবিটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার টরেন্টো শহরে মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র ও কানাডার দুই শহরে মুক্তি পেলেও পর্যায়ক্রমে সান ফ্র্যান্সিস্কো, বস্টন, আটলান্টা, লস অ্যাঞ্জেলসসহ যুক্তরাষ্ট্রের ১৫টির বেশী শহরে মুক্তি পাবে ছবিটি। কানাডার এডমন্টন, ওটাওয়া এবং ক্যাল্গারি তেও ছবিটি মুক্তি দেওয়া হবে।
উত্তর আমেরিকায় বাংলা ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ‘বায়োস্কোপ ফিল্ম’ ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রাজ হামিদ জানিয়েছেন, অপেক্ষার অবসান ঘটলো। নিউ ইয়র্ক এবং টরন্টোতে একযোগে মুক্তি পেল তৌকীর আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’। পর্যায়ক্রমে ছবিটি আরো বেশকিছু শহরে মুক্তি পাবে। যুক্তরাষ্ট্রের সান ফ্র্যান্সিস্কো, বস্টন, আটলান্টা, লস অ্যাঞ্জেলসসহ ১৫টির বেশী শহরে মুক্তি দেয়া হবে। কানাডার এডমন্টন, ওটাওয়া এবং ক্যাল্গারি তেও ছবিটি মুক্তি দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা কথা দিয়েছিলাম ‘বায়স্কোপ ফিল্মস’ থেকে নুতন ধারার বাংলা ছবিগুলো আমরা সর্বাধিক ব্যাপ্তিতে ছড়িয়ে দেবো উত্তর আমেরিকায়। এমন ইচ্ছা পূরণ সম্ভব হতো না, যদি সবার সহযোগিতা না পেতাম। বাংলা ছবির প্রতি সবার ভালোবাসা আমাদের এতো দূর আসতে সাহায্য করেছে।
উল্লেখ্য, দেশব্যাপী ৫২ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে বেশকিছু প্রেক্ষাগৃহে চলছে সিয়াম-তিশা অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি। দেশে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে চলচ্চিত্রটি।