আজ শনিবার রাত পেরুলেই বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে ৯১ তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। পৃথিবী সেরা এই চলচ্চিত্রের আসর ২৪ ফেব্রুয়ারি রাতে অর্থাৎ বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি ভোরে বসছে।
প্রতি বছরের মতো এবারও টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করা যাবে অস্কার অনুষ্ঠানটি। আমেরিকার দর্শকরা ‘এবিসি’তে উপভোগ করতে পারবেন অস্কার অনুষ্ঠান। ১৯৭৬ সাল থেকে ‘এবিসি’ই অস্কার অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। এছাড়াও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিশ্বের ২২৫টি দেশের দর্শকরা অস্কার অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
বাংলাদেশের দর্শকরা অস্কার দেখতে পারবেন ভারতীয় চ্যানেল স্টার মুভিজ-এ। বাংলাদেশে সোমবার ভোর সাড়ে ৫টা থেকে দেখা যাবে অস্কার অনুষ্ঠান। এ সময়ে লাল গালিচা মাতানো শুরু করবেন তারকারা। মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় ৭টা থেকে।