ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে এবারের অস্কারের জমকালো আসর বসেছিলো বাংলাদেশ সময় সোমবার সকালে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই আয়োজনে সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে ‘গ্রিন বুক’। একজন আফ্রিকান-আমেরিকান মিউজিশিয়ান আর তার ইতালীয় বংশোদ্ভুত শোফার-দেহরক্ষীর বন্ধুত্বের বাস্তব গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি। সিনমাটিকে লড়াই করতে হয়েছে আরও সেরা কিছু ছবির সঙ্গে। আলফনসোর ‘রোমা’ ছবিটি এই সেরাদের মধ্যে এগিয়ে ছিলো।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’র সেরা সিনেমা বিভাগে এবার নমিনেশন পেয়েছিলো রোমা, ব্ল্যাক প্যানথার, ব্ল্যাক্লান্সম্যান, বোহেমিয়ান রাফসোডি, দ্য ফেভারিট, অ্যা স্টার ইজ বর্ন এবং ভাইস। এদের মধ্য থেকে পুরস্কার অর্জন করে পিটার ফ্যারেলি নির্মিত ছবি ‘গ্রিন বুক’। ২০১৮ সালে বিশ্বব্যাপী মুক্তি পায় মার্কিন হাস্যরসাত্মক নাট্যধর্মী এই চলচ্চিত্রটি।
ষাটের দশকের ডিপ সাউথের পটভূমিতে নির্মিত ছবিতে আফ্রো-মার্কিন ধ্রুপদী ও জ্যাজ পিয়ানোবাদক ডন শার্লি (মাহারশালা আলি) ও তার ইতালীয়-মার্কিন গাড়ি চালক ও দেহরক্ষী টনি ভালেলঙ্গা’র বিভিন্ন সফরের ঘটনা চিত্রিত হয়েছে। ছবির নামটি নেওয়া হয়েছে ভিক্টর হুগো গ্রিনের বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের আফ্রো-মার্কিন ভ্রমণকারীদের জন্য লেখা ‘দ্য নিগ্রো মটরিস্ট গ্রিন বুক গাইডলাইন’ অনুসারে। যে বইটি তাদের বিভিন্ন মোটেল ও রেস্তোরাঁ খুঁজে পেতে সাহায্য করত।
প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। ২২ জানুয়ারি বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কার মনোয়ন ঘোষণা করা হয়।