নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মেয়ে অবন্তি সিঁথি। নিজের সঙ্গীত প্রতিভায় জয় করে নিয়েছিলেন দেশের মানুষের মন। এরাপর জি বাংলার সঙ্গীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে জায়গা করে নেন বিদেশের মাটিতেও। দেশের বাইরেও জয় করে নেন অসংখ্য মানুষের মন। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানের সঙ্গে শিষ ও চায়ের কাপ বাজিয়ে সারেগামাপা-তে চমক দেখান অবন্তি। এর আগে শিষ দিয়ে চায়ের কাপ বাজিয়ে তাঁর গাওয়া গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশে ও দেশের বাইরে চমক দেখিয়ে মন জয় করা অবন্তিকে এবার চোখের জলে বিদায় নিতে হলো ‘সা রে গা মা পা’ থেকে।
রোববার রাতে জি বাংলায় প্রচারিত ‘সা রে গা মা পা’তে প্রয়াত বারী সিদ্দীকীর ‘আমি একটা জিন্দা লাশ’ গানটি গেয়ে শোনান তিনি। রাহুল ও স্নেহার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ পড়লেন অবন্তি। চোখের জলে তাকে বিদায় জানান ‘সা রে গা মা পা’ মঞ্চের সবাই।
অবন্তি বিদায়বেলায় আবেগপ্রবন হয়ে বলেন, চমৎকার এই আয়োজনে আমাকে বাছাই করার জন্য সারেগামাপা-কে ধন্যবাদ জানাই। এই মঞ্চকে অনেক মিস করবো। এখানে অনেক ভালো ভালো কিছু বন্ধু, সবাইকে মিস করবো। তার বিদায়ে আবেগপ্রবণ ছিলো সবাই।
আবেগী উপস্থাপক যিশু সেনগুপ্ত অবন্তিকে বলেন, আমরা সবাই তোমাকে খুব মিস করবো। বিচারক শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, মোনালী ঠাকুরসহ অন্যরা ছিলেন আবেগপ্রবণ।