গল্পনির্ভর মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও বৃষ্টির নতুন গান ‘কিছু কথা’। মঙ্গলবার বিকেলে গানটির ভিডিও প্রকাশ করা হয় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিকের ইউটিউব চ্যানেলে।
প্রথম দেখাতে বৃষ্টিকে ভালো লেগে যায় ইমরানের। কিন্তু সে বন্ধুর প্রেমিকা। তাই বৃষ্টিকে পেতে ছলচাতুরী ইমরান। মাদক ব্যবসায়ী সাজিয়ে খুন করে বন্ধুকে। হয়ে ওঠেন ভিলেন…. এমন এক গল্পে নির্মিত হয় মিউজিক ভিডিওটি। এটি নির্মান করেন ভিকি জাহেদ।
গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই।
‘কিছু কথা’ গানটি প্রসঙ্গে গায়ক ইমরান জানান, বৃষ্টির সঙ্গে এটা আমার পঞ্চম গান। আমাদের করা আগের চারটি গান- শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এগুলোর ভিউ ৭০ লাখ থেকে ১ কোটির মধ্যে। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। দর্শক প্রথমবার দেখলেই চমকে যাবেন।
গায়িকা বৃষ্টি বলেন, ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের সবগুলো গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার মেলাডি ধাঁচের।
গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে বৃষ্টি জানান, দু‘দিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এটিও সবার ভালা লাগবে আশা করি।