গত ৮ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেম আমার ২’। আর ২২ ফেব্রুয়ারি ঢাকার মাত্র ১টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। তবে ১ মার্চ ঢাকাসহ সারাদেশের ৬৬ হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া। ছবিটির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য। ছবিতে বাংলাদেশের পূজা চেরীর সঙ্গে জুটি বেধে অভিনয় করেন কলকাতার অদ্রিত।
২০১৮ সালের মার্চ মাসে ‘প্রেম আমার ২’ ছবির শুটিং শুরু হয়। এর আগে এ জুটি ‘নূর জাহান’ ছবিতে কাজ করেছিলেন। এ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো অদ্রিত-পূজা পর্দায় আসছেন।
‘প্রেম আমার ২’ দ্বিতীয়বারের মুক্তি বিষয়ে জাজের সিইও আলিমুল্লাহ খোকন বলেন, মার্চের ১ তারিখে ‘প্রেম আমার ২’ ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। আমাদের টার্গেট ৬০ হল। তবে অর্ধশতাধিকের কমে আসবে না। তিনি বলেন, দেশের অন্য ছবি যাতে বেশি হল পায় সেজন্য ‘প্রেম আমার ২’ একটি হলে মুক্তি দিয়েছিলাম। আমরা চাই সব ছবি ব্যবসা করুক। সে জন্য ১ মার্চ বড় পরিসরে ‘প্রেম আমার ২’ মুক্তি পেতে যাচ্ছে।
২০০৯ সালে রাজ চক্রবর্তীর আলোচিত ছবি ‘প্রেম আমার’ মুক্তি পেয়েছিল। তবে ‘প্রেম আমার ২’ ছবিটি প্রথম ছবির সিক্যুয়াল নয়। এর গল্প পুরোই আলাদা বলে জানান রাজ চক্রবর্তী।