নিজস্ব প্রতিবেদক :
নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো বাংলাদেশি দুই নির্মাতা নূর ইমরান মিঠুর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলা রকেট’ এবং সুবর্ণা সেঁজুতি টুসির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’। ‘কমলা রকেট’ পেলো ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও ‘মীনালাপ’ পেলো শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাউন্ট এভারেস্ট অ্যাওয়ার্ড’।
গত ২১ ফেব্রুয়ারি নেপালের কাঠমন্ডুতে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই উৎসব। দ্বিতীয় বারের মতো আয়োজিত এই উৎসবে বিভিন্ন দেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসব সেরা ফিচার ফিল্ম হিসেবে সিঙ্গাপুরের সিনেমা ‘অ্যা ল্যান্ড ইমাজিনড’কে দেয়া হয় ‘গৌতম বৌদ্ধ অ্যাওয়ার্ড’।
চলতি মাসে ‘কমলা রকেট’ ফ্রান্সের ‘ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া’র প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ অর্জন করেন। এছাড়া নির্মাতা নূর ইমরান মিঠু এই ছবির জন্য শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ হিসেবে পুরস্কৃত হন।
ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে নির্মিত ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য লিখেছেন শাহাদুজ্জামান ও মিঠু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।
‘মীনালাপ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১৪ তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘গ্রান্ডপিক্স’ পুরস্কার, ডিডোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ক্রিটিকস অ্যাওয়ার্ড এবং মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম থেকে পুনে শহরে আসা গার্মেন্টসে কর্মরত একটি বাঙালি দম্পতির, আশায় আবর্তিত শহুরে নিঃসঙ্গ জীবনের মুহূর্তগুলো নিয়ে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিতাস দত্ত, প্রমিত দত্ত, বিবেক কুমার এবং দেভাস দীক্ষিত।