তরুণ ও সম্ভাবনাময় নির্মাতা রায়হান রাফি শুরু করতে যাচ্ছেন তার তৃতীয় ছবি ‘স্বপ্নবাজী’। শনিবার দুপুরে নির্মাতা নিজের ফেইসবুকে প্রকাশ করলেন সিনেমাটির প্রথম পোস্টার।
চলতি মাসের শেষের দিকে ছবির কাজ শুরু হবে। তবে এই ছবিতে কারা অভিনয় করছেন, সেটা এখনই জানাতে নারাজ পরিচালক রাফি। তিনি বলেন, কাস্টিংয়ে অনেক চমক রয়েছে। তাই কারো নাম এখনো বলতে চাই না।
পি এইচ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন শাহজাহান সৌরভ। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার যুক্তরাষ্ট্র প্রবাসী ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের মুল গল্প ভাবনায় ফ্যাশন জগত নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।
এই বছরই মুক্তি দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন পরিচালক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।
ইতোমধ্যেই জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাতা রায়হান রাফির প্রথম দু’টি সিনেমা ‘পোড়ামন টু’ ও ‘দহন’র মাধ্যমে পরিচালক হিসেবে নিজের একটি অবস্থান তৈরি করেছেন।