চলচ্চিত্রের সংকট নিরসনে সংসদে সুবর্ণার দাবি উপস্থাপন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সংসদে দাঁড়িয়ে চলচ্চিত্রের সংকট নিরসন ও সম্ভাবনা এগিয়ে নিতে বেশকিছু দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে সিনেপ্লেক্স নির্মাণ, প্রতিটি জেলায় সিনেমা হলের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও করেন।
রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব দাবি তুলে ধরেন। এ সময় তিনি টেলিভিশন, মঞ্চ ও বেতারের উন্নয়নের লক্ষেও বেশকিছু দাবি তুলে ধরেন।
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমাদের সংস্কৃতির অংশ চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও বেতার। দুঃখজনক হলেও সত্য, আমাদের চলচ্চিত্র খুব দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে অতিসত্ত্বর ৬৪ জেলায় সিনেমা হলগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো সহ আরও সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে।’
সম্প্রতি একুশে পদকপ্রাপ্ত এ অভিনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি চলচ্চিত্রের এই দুর্দিনে আপাতত বাংলা চলচ্চিত্রকে কর(ভ্যাট) মুক্ত করে দিতে। একই সাথে আমার আবেদন, বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে হলগুলোকে ইউটিলিটি বিল মুক্ত করার মতো প্রয়োজন মাফিক আরো কিছু প্রণোদনা দেয়া হোক।
এ সময় তিনি টেলিভিশনের ডিজিটাল ডিস্ট্রিবিউশনের অভাব এবং লাগামহীন বিজ্ঞাপন রোধের বিষয়ে কথা বলেন। তিনি টেলিভিশনের শিল্পীকে স্বীকৃত পেশা হিসেবে স্বীকৃতি দেয়ারও অনুরোধ করেন।
এদিকে সংসদে দাঁড়িয়ে চলচ্চিত্র নিয়ে বক্তব্য রাখায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা সুবর্ণা মুস্তাফার প্রসংসা করেছেন। সংস্কৃতি অঙ্গনের মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সুবর্ণা মুস্তফাকে ধন্যবাদ জানান।