নিজস্ব প্রতিবেদক : জয়া আহসান অভিনীত সিনেমা বিউটি সার্কাস মুক্তি পাচ্ছে আগামী পহেলা বৈশাখে। ইমপ্রেস টেলিফিল্মস এর প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন অধীর আগ্রহে ছবিটি মুক্তির অপেক্ষায় দর্শক।
চলচ্চিত্রে জয়া অভিনয় করেছেন এক সার্কাস কন্যার ভূমিকায়। টিজারে দেখা যায়, নাটকীয়ভাবে সার্কাস মঞ্চে বিউটির (জয়া) আবির্ভাব। তিনি তার গায়ের চাদর উন্মুক্ত করলে সেখান থেকে অনেক কবুতর বের হয়ে আসে। তখন বিউটি ‘আই লাভ ইয়ু’ বলে চিৎকার করে উঠে। সিনেমাটিতে স্ট্যান্টম্যান ছাড়াই ৬০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটতে দেখা যাবে জয়াকে। সার্কাসে কবুতর, হাতি, ঘোড়া ও ভাল্লুকের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে ছিলেন জয়া আহসান।
সিনেমাটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে সার্কাসের সেট নির্মাণ করে। ছবিটিতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুসহ অনেকে।
২০১৭ সালের প্রথমদিকে শূটিং শুরু হয় সরকারি অনুদানের এ ছবিটি। পহেলা বৈশাখে ছবিটি সারাদেশে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানালেন নির্মাতা মাহমুদ দিদার। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন চলছে বলেও জানান তিনি।