নিজস্ব প্রতিবেদক : ৭৬ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামান এবার ওয়েস্টার্ন লুকে প্রচ্ছদকন্যা হয়েছেন। লাইফ স্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র মার্চ সংখ্যার প্রচ্ছদে তাঁর এরকম একটিচ ছবি প্রকাশ পায়। জমকালো পোশাক, ছিমছাম মেকআপ, গাড় লিপস্টিক এবং পুরোপুরি ওয়েস্টার্ন লুকে দিলারা জামানের ছবি খুব অল।প সময়ের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগেোযোগ মাধ্যমে।
এমন লুকের জন্য ব্যাপক প্রশংসাও পাচ্ছেন তিনি। সোশাল মিডিয়ায় ভক্তদের শেয়ার, লাইক ও কমেন্টসে ভাসছে দিলারা জামানের ছবি। ছবিতে দেখা যায় তাঁর পরণে ফ্যাশন হাউস জুরহেমের স্যুট-প্যান্ট। মেকআপ ও হেয়ার স্টাইল আউরা বিউটি লঞ্জ-এ। গলায় মুক্তার মালা ও কানে হিরের দুল। বেশ গর্জিয়াস করে কাটিং চুল। গত ২০ ফেব্রুয়ারি এ ফটোশুট করা হয়েছে বলে জানিয়েছেন দিলারা জামান। ফটোশুটের ধারণা ও নির্দেশনা করেছেন গৌতম সাহা।
২০১৭ সালে ‘আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অফ আর্ট’ সংখ্যাটিও বেশ আলোড়ন তৈরি করে। সে সময় সেই ফটোশুটে দিলারা জামান ছাড়াও অংশ নেন সারা যাকের, শম্পা রেজা, শামীম খান ও শারমিন লাকী।
ষাটের দশক থেকে নাটকে অভিনয় শুরু করেন তিনি। পরে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি পান তিনি। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তাঁকে বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করা হয়। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।