ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের অনুপস্থিতিতেই শুরু হয়েছিলো নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’-এর শুটিং। শুক্রবার রাজধানী ঢাকার প্রিয়াঙ্কা শুটিং হাউজে ছবির শুটিং শুরু করেন পরিচালক মালেক আফসারী। মহরতে ও প্রথম চারদিনের উপস্থিত না থাকতে পারলেও ৫ মার্চ মঙ্গলবার সকাল ৭টায় এফডিসির একটি ফ্লোরে শুটিংয়ে অংশ নেন শাকিব খান। শুটিং করেন টানা ২৪ ঘন্টা।
এদিকে ১ মার্ট থেকে শুটিংয়ে অংশ নেয়া বুবলী, ইমনসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। শাকিব খান শুটিংয়ে যোগ দেয়ার পর ছবির প্রধান নায়িকা শবনম বুবলী মঙ্গলবার সকাল ৭টা থেকে পরদিন বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা ২৭ ঘন্টা কাজ করেন বলে জানা গেছে।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পাসওয়ার্ড’ তাদের দ্বিতীয় ছবি। এর আগে নির্মাণ করে ‘হিরো দ্য সুপারস্টার’। ‘পাসওয়ার্ড’র সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল।
বুবলী ছাড়াও ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মিত এই ছবিতে আরও একজন নায়িকা থাকবে বলে জানা গেছে।