সম্প্রতি মালয়শিয়ায় মুক্তি পেলো বাংলাদেশি অভিনেতা ও চিত্রনায়ক নিরবের অভিনীত সিনেমা ‘বাংলাশিয়া ২.০’। ছবিটি মুক্তির পর তাঁর অভিনয়ের প্রশংসায় প্রবাসী বাংলাদেশিরা। তবে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের প্রশংসায় এবার ভাসছেন নিরব। বিদেশের মাটিতে প্রথম অভিনয় ও এর সাফল্যে শাকিবের থেকে উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে খুশি নিরবও।
নিরবকে অভিনন্দন জানিয়ে শাকিব খান বলেন, নিরব আমাদের জন্য গর্ব। বিদেশের মাটিতে নিরব আমাদের দেশের নায়ক হিসেবে বাংলাদেশকে সম্মানিত পর্যায় নিয়ে গেছে।
শাকিবের কাছ থেকে প্রশংসা পেয়ে নিরব জানান, দেশে ফিরে শাকিব খানের কাছ থেকে ছবির সাফল্যের জন্য অভিনন্দন পেয়েছি। আমার ছবির সাফল্যে তিনি অনেক খুশি হয়েছেন। আমাকে নিয়মিত এমন ভালো কাজের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন। শাকিব ভাই বড় ভাইয়ের মতো। সব সময়ই নানা রকম পরামর্শ দেন, হতাশ হলে সাহস দেন।
মালয়েশিয়ায় নানা ধরনের অপরাধ এবং প্রবাসীদের সঙ্গে অসদাচরণ নিয়ে সাজানো হয়েছে এ ছবির গল্প। ছবিটিকে নিরবকে বহুরূপে দেখা যায়। তিনি কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে পর্দায় আসেন।