নবীন পরিচালক রাইসুল রনী শুরু করতে যাচ্ছেন তার প্রথম ছবি ‘ফেরারী প্রেম’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন দুই নবাগত অভিনেতা আজাদ ও রানী আহাদ। এই সিনেমার মাধ্যমেই তাদের ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে।
রনী মুলত পরিচালক শহীদুল ইসলাম খোকনের ভাইয়ের ছেলে। চলচ্চিত্র জগতে তার কাজের শুরুটা হয়েছিলো ‘চেহারা ভণ্ড-২’ ছবির সহকারী পরিচালক হিসেবে। সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। এরপর সহকারী পরিচালক হিসেবে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এদিকে আজাদ ও রানী চলচ্চিত্রে নবীন হলে বেশ কিছু নাটকে কাজ করেছেন। ইতোমধ্যে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন আজাদ।
আজাদ-রানী ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কাজী শিলা, আলী নূর জয়, বড়দা মিঠুসহ আরও অনেকে। টিএস নূর মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ফেরারী প্রেম’র চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে নির্মাতা রনী জানান, ‘ফেরারী প্রেম’র শুটিং শুরু হবে আগামী ২৭ মার্চ থেকে। এটা আমাদের সকলের জন্য একটি চ্যালেঞ্জ। এই সিনেমার মাধ্যমে দর্শক সম্পূর্ণ বিনোদন পাবেন বলে বিশ্বাস করেন এই নবীন পরিচালক।