পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ধারণ করা এবারের ইত্যাদি প্রচারিত হবে ২৯ মার্চ। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর ইত্যাদি প্রচারিত হবে। কেয়া কসমেটিকস্ লিমিটেড এর প্রযোজনায় এর নির্মাণ করে ফাগুন অডিও ভিশন।
দেশের অন্যতম নৈসর্গিক স্থান ১৮ কিলোমিটার দৈর্ঘ্যর কুয়াকাটা সৈকতে এবারের ইত্যাদি ধারণ করা হয়। এর বৈশিষ্ট্যের আলোকে নির্মাণ হয় সেট। পেছনে সমুদ্র রেখে সেটের দু’পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা রেখে এর সেট বানানো হয়েছে। কুয়াকাটার প্রাকৃতিক রূপ ও সাগরের ফেনিল জলের ঢেউ দেখাতে গোধূলি লগ্নে ইত্যাদির ধারণ করা হয়। ইত্যাদির অনন্যতা ধরে রাখতে এবারও ভিন্ন বৈশিষ্ট্যে হাজির হবে ইত্যাদি।