কলকাতার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’ কাঁপানো বাংলাদেশী উদীয়মান কণ্ঠশিল্পী নোবেল এবার কণ্ঠ দিলেন কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর নতুন সিনেমায়। ‘ভিঞ্চি দা’ নামে এ চলচ্চিত্রের মাধ্যমে প্লে ব্যাক-এ অভিষেক হচ্ছে তার। গানটির রচনা ও সুর কলকাতার জনপ্রিয় সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক অনুপম রায়ের।
এর আগে কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিলো সৃজিতের ছবিতে গান গাইবেন নোবেল। তবে রোববার নোবেল নিজেই এ খবরটি জানিয়েছেন। সামাজিক যোগোযোগ মাধ্যমে তিনি জানান, আগামি ৩১ মার্চ গানটি রিলিজ পাচ্ছে। গানের রেকর্ডিং শেষ হয়েছে। আমার জীবনের প্রথম প্লেব্যাক এটি। গানের নাম ‘তোমার মনের ভেতর!’
গত মাসে মুক্তি পায় মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর ‘ভিঞ্চি দা’র প্রথম পোস্টার। ৫ মার্চ মুক্তি পায় ছবিটির দ্বিতীয় পোস্টার। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস(এসভিএফ)। আগামী এপ্রিলে ছবিটি মুক্তি পাবে।