সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমার মধ্যে ‘ঢাকা অ্যাটাক’ অন্যতম। ছবিটি ব্যাপক সাফল্য লাভের পর, ‘মিশন এক্সট্রিম’ নামে একই ঘরণার আরেকটি চলচ্চিত্র নির্মানের ঘোষণা আসে। ‘ঢাকা অ্যাটাক’-এ আলোচিত ও প্রসংশিত নায়ক আরিফিন শুভসহ ওই টিমের অনেক থাকছে নতুন এই ছবিতে। পরিবর্তন আসে পরিচালক ও নায়িকায়। ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী ফয়সাল আহমেদ। এগুলো জানা গেছে অনেক আগেই। শুধু জানা যায়নি নায়িকার নাম। এবার সেটাও খোলসা হলো।
‘মিশন এক্সট্রিম’র মাধ্যমে ঢাকাই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। যিনি চীনের সায়না সিটিতে অনুষ্ঠিত এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা সেরা ত্রিশে স্থান পান।
এ বিষয়ে পরিচালক ফয়সাল আহমেদ জানান, ‘ইতোমধ্যেই নায়ক হিসেবে আরিফিন শুভ এবং খল চরিত্রে তাসকিন রহমানের পর নায়িকা হিসেবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে চুক্তিবদ্ধও করিয়েছি। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং শুরু হবে আগামী ১৭ অথবা ২০ মার্চ থেকে। সম্পন্ন হয়েছে প্রায় সকল প্রস্তুতি।’
এদিকে কয়েকদিন আগেই ‘মিশন এক্সট্রিম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান ঐশী। তিনি বলেন, এটাই আমার প্রথম চলচ্চিত্র। একেবারেই নতুনভাবে অভিনয়ে আসছি। জানি না কতটুকু পারবো। অভিনয়ের প্রাথমিক বিষয়গুলো উচ্চারণ, ভয়েস সবকিছু রপ্ত করছি। উত্তেজনা কাজ করছে, আবার নার্ভাস লাগছে।
সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে ঐশী বলেন, একজন আত্মনির্ভর ও কর্মজীবি মেয়ের চরিত্রে অভিনয় করবো। অনেক চ্যালেঞ্জিং এবং শক্তিশালী একটি চরিত্র।
শুভ, ঐশী ও তাসকিন ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগরসহ আরও অনেকে।
আগামী ঈদুল আযহাকে টার্গেট করে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র কাহিনী লিখেছেন সানী সানোয়ার। কপ ক্রিয়েশন প্রযোজিত এই ছবির এক্সিকিউটিভ প্রযোজক জাহিদ হাসান অভি।