নিজস্ব প্রতিবেদক :
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তৌকির আহমেদের পরিচালনায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ এখন অনলাইনে মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবার থেকে ছবিটি অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে দেখা যাবে।
বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় আইফ্লিক্সের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়।
চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও গণমাধ্যাম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ও ইমপ্রেস টেলিফিল্মের কনসাল্টেন্ট (ফিল্ম), চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির, আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার জনাব ইমরুল করিম, পরিচালক তৌকীর আহমেদ, অভিনেতা সিয়াম আহমদে নুসরাত ইমরোজ তিশাসহ অনেকে উপস্থিত ছিলেন সেখানে।
অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনেক বড় ছবি হয়েছে এমনটা আমরা বলিনি, তৌকীরও বলেনি। আমরা বলেছি ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র আমরা নির্মাণ করেছি। আর এই ছবিটি যে শুধু দেশে দর্শক নন্দিত হয়েছে তাই নয়, সারা পৃথিবীর বাঙালি দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। যেভাবে সম্ভব তারা ছবিটি দেখতে চান। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। আর তাদের কথা বিবেচনা করেই অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। বাংলাদেশের দর্শকরাতো বটেই, সারা পৃথিবীর দর্শকরা এখন ছবিটি দেখতে পাবেন।
চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, বাংলা বিনোদন জগতে আজকে একটা ঐতিহাসিক দিন। কারণ বিনোদনের যে কন্টেন্টগুলো আমরা তৈরী করি সেগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আইফ্লিক্সের কল্যাণে আজকে আমাদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ বিশ্ব দরবারে বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেল।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি নির্মিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি দেশজুড়ে ছবিটি মুক্তি পায়। চলচ্চিত্রটি দেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায়ও মুক্তি পেয়েছে। সিয়াম ও তিশা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেমসহ অনেকে।