নিজস্ব প্রতিবেদক :
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের বিখ্যাত চরিত্র অপু। এ অপু চরিত্র থেকে উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায় নির্মাণ করেছেন তিনটি ছবি। এই তিনটিকে একত্রে অপু ট্রিলজি বলা হয়। এ ট্রিলজির শেষ ছবি ‘অপুর সংসার’। এ ছবি যেখানে শেষ সেখান থেকেই অপুকে নিয়ে নির্মিত হচ্ছে পরবর্তী সিনেমা ‘অভিযাত্রিক’। সিনেমাটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র। আর বিখ্যাত এই অপু চরিত্রে এবার অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
টাইমস অব ইন্ডিয়াসহ স্থানীয় সংবাদমাধ্যমকে এ খবরটি নিশ্চিত করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র নিজেই। আর শুভ সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শুভর বিপরীতে অপর্ণা চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া।
‘অপুর সংসার’ সিনেমার অপু চরিত্রে অভিনয় করেছিলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্রোপাধ্যায়। ছবিটির শেষ দৃশ্যে দেখা যায় সূর্যাস্তের সময় ছেলে কাজলকে কাঁধে তুলে নিয়ে অপু চলে যাচ্ছে। সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’ চলচ্চিত্রটি। এ ছবিতে অপু ও তার ছেলের সম্পর্কের সমীকরণ তুলে ধরা হবে বলে জানান শুভ্রজিৎ।
১৯৪০ এর দশকের আবহ ধরে রাখতে ‘অভিযাত্রিক’ সিনেমাটি সাদা-কালোতে নির্মিত হবে। বলিউডের নির্মাতা মাধুর ভান্ডারকর সিনেমাটি নিবেদন করছেন। এ ছবির মাধ্যমে বিভূতিভূষণ ও সত্যজিতের সেই চরিত্রগুলো আবারও ফিরে আসবে। দুর্গা, অপর্ণা, রাণুদি, লীলা চরিত্রগুলো।