নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সুর করা গানে কন্ঠ দিয়েছেন তাঁর কন্যা তানি লায়লা। ‘আমি কেনো তোমারই হয়ে গেছি’ শিরোনামে গানটি লিখেছেন বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সঙ্গীতায়োজনে ভারতের সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।
গানটি যুক্তরাজ্যে, কাশেফের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। এ বিষয়ে রাজা কাশেফ বলেন, সঙ্গীতবিস্ময় রুনা লায়লার সঙ্গে কাজ করেছি। ১৪ বছর পর তানি লায়লা মায়ের সুরে গান গাইলেন। গানের সঙ্গীতায়োজন আমাকে দিয়ে করানোর জন্য আমি চিরকৃতজ্ঞ।
এদিকে সম্প্রতি রুনা লায়লা নিজের সুরে করা একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’ গানের শিরোনামে এটিই রুনার প্রথম কোন নিজ সুরের গান। এর আগে সিনেমাতে নিজের সুরে একটি গান করেছিলেন তিনি।