জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে রোববার রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে শমী কায়সারের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান। ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ শিরোনামের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনাবেন শমী।
তার অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুবান্ধব বঙ্গবন্ধুর গল্প শুনবে জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী ও সিরাতিম মুস্তাকিম দিহান। বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা আলোচনা করবেন শমী কায়সার। তিনি গল্পে গল্পে তুলে ধরবেন বঙ্গবন্ধুর শিশুবান্ধব স্বরূপ।
জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ পরিচালনা করবেন জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার।