ঢাকাই ছবির প্লেব্যাকে অভিষেক হতে যাচ্ছে শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউলের। সিনেমার নাম ‘আবার বসন্ত’। অনন্য মামুন পরিচালিত এই চলচ্চিত্রে জনপ্রিয় বাংলা গান ‘মিলন হবে কত দিনে’ রিমেক করে ব্যবহার করা হবে। সেই গানেই কণ্ঠ দিচ্ছেন তিনি। ওপার বাংলার দোলন মাইনাক নতুন করে এই গানটির সুর করছেন।
এর আগে চিশতী বাউল ‘বেহায়া মন’, ‘যদি থাকে নসিবে’সহ বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। তাঁর লেখা ও সুর করা গানের সংখ্যা এক হাজারেরও বেশি।
বাবা মেয়ের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে বাবার চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। আর মেয়ের চরিত্রে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়া ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিদ, আনন্দ খালিদসহ আরও অনেকেই।