ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা বন্যা মির্জা এবার নতুন একটি ছবিতে অভিনয় করছেন। হাসান আজিজুল হকের ‘ঘর গেরস্থি’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন মাসুদুর রহমান রামিন। এই সিনেমার চিত্রনাট্য করেছেন আকরাম খান। চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে।
বন্যা মির্জা অসংখ্য নাটকে অভিনয় করেছেন। টেলিভিশন, অনলাইন, মঞ্চে উপস্থাপনায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা রাবেয়া -তে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
এ সিনেমার ব্যাপারে বন্যা মির্জা বলেন, ‘হাসান আজিজুল হকের লেখা গল্পের সিনেমাতে অভিনয় করছি এটা আমার কাছে অন্যরকম ভালোলাগা। সিনেমাটি মূলত মুক্তিযুদ্ধের কিছু গল্প নিয়েই নির্মাণ হচ্ছে। আমার বিশ্বাস ভালো একটি সিনেমা হবে এটি।’