পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের চলচ্চিত্রে এবার অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘কন্ঠ’ নামের এ ছবিটি মে মাসে মুক্তি পাচ্ছে। ভারতের সংবাদমাধ্যমগুলোতে এমন তথ্যই পাওয়া গেছে।
সিনেমাটি নিয়ে খুবই আবেগপ্রবণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় কন্ঠ ক্যানসারে আক্রান্ত হন বিভূতি চক্রবর্তী। তার সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করে যে জয়ী হয়েছেন, সেই গল্প শোনার পর পরই শিবপ্রসাদ ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেন। এই ছবির মাধ্যমে ক্যানসার নিয়ে সবার মধ্যে কিছু বার্তা দিতে চান বলে জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
শিবপ্রসাদ নিজেই ক্যানসার আক্রান্ত লোকটির চরিত্রে অভিনয় করেছেন। তাকে দেখা যাবে এফএম রেডিও’র আরজে হিসেবে। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দামকে। জয়া আহসান অভিনয় করেছেন স্পিচ থেরাপিস্ট চরিত্রে।
ছবিতে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরান বন্দ্যোপাধ্যায়। ছবিটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। গানে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ী।