সিডি ক্যাসেট থেকে শুরু করে ইউটিউবের মিউজিক ভিডিও সর্বত্র সমান জনপ্রিয় গায়কের নাম আসিফ আকবর। কেউ কেউ তাকে বাংলা গানের যুবরাজ বলে থাকেন। ১৯৭২ সালের ২৫ মার্চ কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবার এই সঙ্গীত শিল্পীকে জানায় প্রাণঢালা শুভেচ্ছা।
ভক্ত-শ্রোতা ও আপনজনসহ সবার আগ্রহ থাকলেও নিজের জন্মদিন ঘটা করে পালন করেন না তিনি। কারণ ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি বাহিনী এদেশের মানুষের উপর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড চালায়। দেশব্যাপী এই দিনটাকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।
১৯৯৮ সালে মো. শরীফ উদ্দিন খান দিপু পরিচালিত রাজা নাম্বার ওয়ান ছবির ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ গানের মাধ্যমে সঙ্গীতের ক্যারিয়ার শুরু করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পায় ২০০১ সালে। এটি বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। প্রকাশ করেছেন অসংখ্য একক ও যৌথ অ্যালবাম। প্রচুর চলচ্চিত্রের গানও গেয়েছেন তিনি।