মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সারভাইভিং ৭১’। সম্প্রতি এর টিজার প্রকাশিত হয়েছে অনলাইন মাধ্যমে। আগামী বছরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। হলিউড অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা সিনেমাটি নির্মাণ করেছেন। সবচেয়ে বড় কথা ছবিটিতে কাজ করেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও গুনী অভিনেত্রী জয়া আহসান। ছবিটিতে বাচিক শিল্পী হিসেবে কন্ঠ দিবেন তারা।
জানা গেছে, এ বছরের আগস্ট মাস থেকেই তারা ছবিটিতে কণ্ঠ দেবেন। ফারুকী এ ছবির একটি বিশেষ অংশে কন্ঠ দেবেন। এছাড়া ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কন্ঠ দেবেন জয়া। এছাড়াও ছবিটিতে আরও যারা কন্ঠ দিচ্ছেন তাদের মধ্যে আছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে ধরা হবে ছবিটিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটির টিজার গত ২৫ মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছে।
নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা জানিয়েছেন তার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের মুক্তিযুদ্ধকালে ঘটা কিছু বাস্তব ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন তিনি। সেই সময় পাকহানাদার বাহিনী থেকে কীভাবে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে রেজাউল করিম যোগদান করেছিলেন সেটিই এ ছবির মূল গল্প।