শাকিব খান, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক ও প্রযোজক। তার প্রকৃত নাম মাসুদ রানা। আজ তার জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ ঢাকার নারায়ণগঞ্জে তার জন্ম হয়। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে ঢাকাই ছবির এই সুপারস্টারের প্রতি রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিবের অভিনয় জীবনের শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালে। এরপর দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের মাধ্যমে ২০০৬ সাল থেকে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেন।
২০০৮ সালে নায়ক মান্না মারা যাওয়ার পরে গত এক দশকেরও বেশি সময় ধরে বাণিজ্যিক ধারা চলচ্চিত্রে তিনি একক রাজত্ব করে যাচ্ছেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’।
এদিকে দেশের পাশাপাশি ওপার বাংলাতে জনপ্রিয় হয়ে উঠছেন ঢাকাই ছবির কিং খান। যৌথ প্রযোজনাসহ বেশ কিছু ওপার বাংলার চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। শাকিব খান ৪ বার জাতীয় চলচিত্র পুরস্কার এবং ৮ বার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা।
শাকিবের পারিবারিক জীবনটা বেশ এলোমেলো। ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করলেও ২০১৭ সাল পর্যন্ত তা গোপন রাখা হয়। তবে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সকলের অগোচরে এই দম্পতির কোল জুড়ে আসে একটি ছেলে সন্তান। নাম আব্রাহাম খান জয়।
২০১৭ সালে বিয়ে ও সন্তানের সংবাদটি একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাসের দেয়া লাইভ সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসে। নানা নাটকীয়তার পর, অল্প কিছু দিনের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়।