পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ সাদ নির্মিত ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’ বেশ প্রশংসা কুড়িয়েছে। তিন বছর ধরে বিদেশে ঘুরে ঘুর পেয়েছে বেশকিছু পুরস্কার। সর্বশেষ বিশ্বের অন্যতম গৌরবময় চলচ্চিত্র উৎসব লোকার্নোর ৭১তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় ও প্রশংসা কুড়ায়। এবার দেশে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।
২৯ মার্চ শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক শামসুর রহমান আলভি। তিনি জানান, বসুন্ধরা সিনেপ্লেক্সে‘লাইভ ফ্রম ঢাকা’র প্রতিদিন তিনটি করে শো চলবে। সকাল ১১টা ১০ মিনিট, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রদর্শন হবে ছবিটি। ছবিটি দেখতে যারা উৎসুক হয়ে আছেন তাদেরকে সিনেপ্লেক্সে এসেই ছবিটি দেখার আহ্বান জানান আলভি।
২০১৬ সাল থেকে বিশ্বের নামকড়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। ৯৪ মিনিট ব্যাপ্তির এ ছবিটিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।
‘খেলনা ছবি’র ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।