মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আহত বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলম এখন শঙ্কামুক্ত। বর্তমানে তিনি রাজধানীর গ্রিন লাইফ হসপিটালে চিকিৎসারত আছে। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন খুরশিদ আলমের ছোট ভাই মুরশিদ আলম।
এর আগে শুক্রবার রাত বগুড়া শহরের চারমাথা এলাকায় মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন খুরশীদ আলম ও তার সঙ্গে থাকা ভক্ত খোকন। এসময় টহল পুলিশ তাদেরকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। এরপর শনিবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পীকে।
বগুড়া শজিমেকের নিউরো মেডিসিনের ডাক্তার আসাফুদ্দৌলা জানান, ট্রাকের চাপায় খুরশীদ আলমের মাথা ও মুখে মারাত্মক আঘাত লাগে। তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। তাঁর তিনটি দাঁত ভেঙ্গে গেছে।
তিনি জানান, শনিবার দুপুর ২টার সময় উন্নতমানের চিকিৎসার প্রয়োজনে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে। পৌনে তিনটার দিকে তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।