অবশেষে ইউটিউবে মুক্তি পেলো বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন মিউজিক ভিডিও ‘লাশ’। রোববার বিকেল পাঁচটার দিকে দ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
গত ২৮ মার্চ বৃহস্পতিবার গানটি প্রকাশ করার কথা থাকলেও তিনদিন পর আজ প্রকাশ করা হয়েছে। গানটি শোনা যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবেও।
সাজেকের মনোরম দৃশ্যায়নে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এর গীতিকার ও সুরকার প্রিন্স রুবেল। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন স্নিগ্ধা ও ফারহান খান রিও।