রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র জনপ্রিয় প্রতিযোগি বাংলাদেশের মাঈনুল আহসান নোবেলের নতুন মৌলিক গান প্রকাশ হয়েছে। কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর নতুন সিনেমা ‘ভিঞ্চিদা’র প্লেব্যাকে কন্ঠ দিচ্ছেন তিনি এমন খবর আগে থেকেই চাউর হয়েছিলো। ৩১ মার্চ দুপুরে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘তোমার মনের ভেতর’ এ গানটি প্রকাশিত হয়। সৃজিত মুখার্জীর নতুন সিনেমার এ গানে কন্ঠ দিয়ে চলচ্চিত্রের প্লেব্যাকে অভিষেকের পাশাপাশি প্রথম মৌলিক গান প্রকাশ হলো নোবেলের।
এর আগে ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে নোবেলের কণ্ঠে ‘তোমার মনের ভেতর’ শিরোনামের গানটির একটি অংশ শোনা গিয়েছিলো। এরপর থেকেই নোবেলের ভক্তরা পুরো গানটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গানটি প্রকাশের পরপরই ইউটিউব ও ফেসবুকে ব্যাপক সাড়া পড়েছে।
দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের লেখা ও সুর-সঙ্গীতায়োজনে গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন সোমি চ্যাটার্জি। আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে ‘ভিঞ্চিদা’ সিনেমাটি। গত মাসে মুক্তি পায় মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর ‘ভিঞ্চি দা’র প্রথম পোস্টার। ৫ মার্চ মুক্তি পায় ছবিটির দ্বিতীয় পোস্টার।
ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে শ্রীভেঙ্কটেশ ফিল্মস(এসভিএফ)।