বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছেন আগামী ৬ মে। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ দিন ধার্য করেন।
এর আগে তেজগাঁও থানায় আসিফ আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেন সঙ্গীতশিল্পী শফিক তুহিন। গত বছরের ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে এই মামলায় আসিফ আকবরকে মগবাজারে তার অফিস থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
৬ জুন তার জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এরপর পাঁচদিন কারাবাসের পর জামিনে মুক্তি পান এই শিল্পী।
আসিফ ছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।