নিজস্ব প্রতিবেদক :
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এবার চলচ্চিত্র নির্মাণ করছেন। ছবিটির নাম ‘বিশ্ব সুন্দরী’। বুধবার অভিজাত হোটেল সোনারগাঁয়ে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতে ঘোষণা করা হয় ছবিটির প্রধান দুটি চরিত্রের নাম। এ সিনেমায় জুঁটি বেঁধে অভিনয় করবেন হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী পরিমনি। মঙ্গলবার ছবিটির জন্য সিয়াম-পরীমনি চুক্তিবদ্ধ হয়েছেন। পরিমনি ও সিয়াম ছাড়াও বেশকিছু জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর দেখা মিলবে ছবিটিতে।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। এই সিনেমায় পরিমনির ক্যারিয়ারের সেরা সিনেমা বলেও দাবি করেছেন তিনি। মহরত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিমনি ঘোষণা দিলেন, ক্যারিয়ারে আর কোন মানহীন ছবি করবেন না। এখন থেকে বেছে বেছে ভালো ছবিতেই অভিনয় করবেন তিনি।
‘বিশ্ব সুন্দরী’ সম্পর্কে পরিমনি বললেন, ‘স্বপ্নজাল’-এর পর আমি আর কোনো ছবিতে সাইন করিনি। মানসম্মত কোনো গল্প পাইনি। অবশেষে ‘বিশ্ব সুন্দরী’র গল্প শুনে মুগ্ধ হয়েছি। আশা করছি, ‘বিশ্ব সুন্দরী’ ছবিটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে।
এদিকে সদ্য বিয়ে করা জনপ্রিয় তরুণ চিত্রনায়ক সিয়াম তাঁর স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকে নিয়ে হাজির হয়েছেন ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার মহরতে। ছোটপর্দার তুমুল জনপ্রিয়তা অর্জন করা সিয়াম বড়পর্দায়ও নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। চিত্রনায়িকা পূজা চেরি ও তিশার সঙ্গে জুটি বেধে অভিনয়ের পর এবার পরিমনির সঙ্গেও প্রথমবারের মতো জুটি বাঁধছেন। এই জুটিও ব্যাপক সাফল্য পাবেন বলে নির্মাতা চয়নিকা চৌধুরী আশা প্রকাশ করেছেন।
মহরতে উপস্থিত সিয়াম ছবিটি সম্পর্কে বলেন, নাটকে আমি তারুণ্য নির্ভর কাজ বেশি করেছি। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজের পর সেগুলো আমার বাবা-মা দেখেছে। তার আগে আমার নাটকগুলো সেভাবে দেখতেন না। তারপর থেকে চয়নিকা দিদির প্রতি আমার অন্যরকম টান তৈরী হয়।
‘বিশ্ব সুন্দরী’ সম্পর্কে চয়নিকা চৌধুরী জানান, ছবিটির গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে। ছবিটি সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে যাবে বলে মনে করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ছবিটিতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ ও মনিরা মিঠু প্রমুখ।
জানা যায়, আগামী জুনে ছবিটির শুটিং শুরু হবে। ২০২০ সালের শুরুতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।