জাতীয় চলচ্চিত্র দিবসে শিল্পকলা একাডেমির চারদিনের আয়োজনের শেষ দিন শনিবার। এদিন বিকালে তরুণ নির্মাতাদের নিয়ে মতবিনিময় সভা করবে বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম। সভায় চলচ্চিত্র নির্মাণ নিয়ে নির্মাতার ভাবনা, প্রতিবন্ধকতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে।
শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন চলচ্চিত্রকার হায়দার রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান।
সভায় এ প্রজন্মের স্বাধীন ধারার নির্মাতাসহ চলচ্চিত্রের নির্মাণের সাথে জড়িতদের সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিনিময় করবেন প্রথিতযশা নির্মাতারা। এ সভায় বিভিন্ন নির্মাণ সহায়তা ফান্ড, চলচ্চিত্র উৎসব, বিকল্প প্রদর্শন, উচ্চতর শিক্ষা, স্বাধীন এবং বাণিজ্যিক চলচ্চিত্রসহ নানা বিষয় স্থান পাবে।