বাংলা সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই। শনিবার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।
১৯৪৫ সালের ৮ জানুয়ারি জন্ম গ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী।
১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় পদার্পণ করেন টেলি সামাদ। তাঁর সর্বশেষ ছবি ২০১৫ সালের ‘জিরো ডিগ্রী’। জীবদ্দশায় তিনি প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মুন্সীগঞ্জ শহরের পাশের নয়াগাঁও গ্রামে তাঁর জন্ম ওবেড়ে ওঠা। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলি সামাদের বড়ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাই। তাঁর পদাঙ্ক অনুসরণ করে তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সংগীতেও তিনি বিশেষ পরদর্শিতা অর্জন করেছিলেন। ‘মনা পাগলা’ সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করেছেন।
জানা গেছে, ‘দীর্ঘদিন ধরেই তিনি নানা অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া।