নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের অন্যতম বৃহৎ স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’ বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করছে সুরের ধারার সহস্র কণ্ঠে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষ বরণ ১৪২৬’। প্রতি বছর বর্ষ বরণের সবচাইতে বড় এ আয়োজন করে চ্যানেলটি। এবারের উৎসব বসবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও ইউনিলিভার বাংলাদেশ লি. এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ফরিদুর রেজা সাগর জানান, প্রতি বছরের প্রায় পুরোটা সময় জুড়েই রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা বর্ষ বরণের এই আয়োজনকে ঘিরে ব্যস্ততার ভেতর সময় পার করেন। সেই সাথে চ্যানেল আইয়ের কাছে এই আয়োজনকে ঘিরে তার থাকে নানান আবদার, যা চ্যানেল আই বরারবই পালন করার যথাসম্ভব চেষ্টা করে যায়। বর্ষ বরণের এ আয়োজনটিকে আসলে সামনে থেকে না দেখলে এর আনন্দটা উপলদ্ধি করা সম্ভব নয়। তাই আমার আন্তরিক অনুরোধ সবাই এই আয়োজনটিতে অংশ নিবেন ও সব সময় চ্যানেল আইয়ের সাথে থাকবেন।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, চ্যানেল আই ও সুরের ধারা বর্ষ বরণের এই আয়োজন পালন করে আসছে বিগত ৭ বছর ধরে। যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের এক হাজার শিল্পী উপস্থিত থাকেন। এ বছরও এর কোন ব্যতিক্রম হবে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়াও এবারের আয়োজনের আরো একটি বিশেষ আকর্ষণ হলেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। তিনি চ্যানেল আই ও সুরের ধারার এই আয়োজনে উপস্থিত থাকবেন।
ইউনিলিভার বাংলাদেশ লি.-এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার বলেন, বিগত বছরের মত এবছরও আমরা ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এর সাথে অংশ নিচ্ছি। এবছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের একটি এক্সপেরিয়েন্স জোন থাকবে ‘লিভার আয়ুশ’ এর, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই স্টলটিতে যাবেন এবং প্রোডাক্টগুলো দেখবেন।
শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হবে বৈশাখী মেলার। মেলায় থাকবে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল। স্টলগুলোর মধ্যে রয়েছে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি পণ্যের স্টল। ভোর সাড়ে ৫টা থেকে চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আই ভেরিফায়েড ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।
অনুষ্ঠানটির টেলিকম পার্টনার হিসেবে থাকছে রবি, প্রিন্ট মিডিয়া পার্টনার থাকছে আনন্দ আলো ও সাপ্তাহিক, রেডিও পার্টনার রেডিও ভূমি, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন এবং অ্যাভিয়েশন পার্টনার হিসেবে রয়েছে ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড।