নিজস্ব প্রতিবেদক :
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের বর্ষবরণ উৎসবে টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে অনুষ্ঠানমালা। নাটক, টেলিফিল্ম ও নানা রঙের অনুষ্ঠানে সাজানো হয়েছে টেলিভিশন চ্যানেলে। এর মধ্যে পয়লা বৈশাখের ভোর থেকে রমনার বটমূল থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করবে বেশিরভাগ টেলিভিশন চ্যানেল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সুরের ধারার চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। পয়লা বৈশাখে টেলিভিশন চ্যানেলের বর্নাঢ্য অনুষ্ঠানমালা বাঙালির রুচিবোধ ও মূল্যবোধকে ধারন করে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সুরের ধারার চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান ছাড়াও চ্যানেল আই সেদিন রাতে সম্প্রচার করবে সাইদুর রহমানের পরিচালনায় নাটক এসো হে বৈশাখ। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সারওয়াত আজাদসহ অনেকে। এনটিভি সম্প্রচার করবে বৈশাখের গান, কুইজ অনুষ্ঠান ও বিশেষ আলোচনার। মূকাভিনয় নিয়ে বৈশাখ মাইম ট্রুপ নামের একটি নাটক প্রচার করা হবে এনটিভিতে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হৃদি হক। নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, ভাবনাসহ অনেকে।
নাগরিক টিভিতে রয়েছে সিনেমার গান নিয়ে বিশেষ চিত্রালি। বর্ষবরণে নাগরিক বিশেষ আড্ডার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, নকিব খান, ইমন, তানিয়া আহমেদ, গাউসুল আলম শাওন, বাউলশিল্পী বাবুল, সংগীতশিল্পী আসিফ ও তাঁর দুই ছেলেসহ অনেকে।
এটিএন বাংলা ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে সরাসরি সম্প্রচার করবে বর্ষবরণ অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন ফরিদা পারভীন, শফি মণ্ডল, ফকির শাহাবউদ্দিন, টুনটুন বাউল, সেলিম চৌধুরী, অণিমা রায়, ঐশীসহ অনেকে। নৃত্য পরিবেশন করবেন বাফার সদস্যরা। ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে রাত আটটায়।
বাংলাভিশন আয়োজন করেছেন চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ দুইদিনের নানা অনুষ্ঠান। এর মধ্যে বিশেষ নাটক, গান ও আড্ডা রয়েছে। এছাড়া সোহেল আরমানের রচনা ও পরিচালনায় প্রচারিত হবে নাটক প্রেমদূত। এতে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশাসহ অনেকে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক নয়না প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীনসহ অনেকে। রয়েছে মাহমুদুর রহমানের রচনা ও পরিচালনায় নাটক অপ্রত্যাশিত ভালোবাসা, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটক মেঘ জমেছে মনে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদসহ অনেকে।
আরটিভিতে রয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। তিনদিনের অনুষ্ঠানমালার মধ্যে ৫টি বাংলা চলচ্চিত্র ও ‘তারকালাপ’-এর বিশেষ পর্ব। তিন দিনই রাত আটটায় প্রচারিত হবে তিনটি নাটক। এর মধ্যে কাজল আরেফিনের রচনা ও পরিচালনায় প্রচারিত হবে নাটক পরিবারবর্গ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জায়ান। ইমরাউল রাফাতের পরিচালনায় স্বপ্ন ও ভালোবাসার গল্প। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সাফা কবির, সিয়াম নাসির, কাজী উজ্জ্বল।
এছাড়া পয়লা বৈশাখে টেলিভিশন চ্যানেল দেশ টিভি, দুরন্ত টিভি, দীপ্তটিভি, মাছরাঙাসহ বেসরকারি চ্যানেলগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।