চলচ্চিত্র ও নাটকের বেশকয়েক তারকাশিল্পীদের অভিনয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘গার্ডেন গেম’। সিলেটে ওয়েব সিরিজটির শুটিং চলছে। তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন রিয়াজ, পপি, নিপুণ ও মনির খান শিমুল। এছাড়া শাকিল, নন্দন ও অশোক ব্যাপারীসহ আরও অনেকে অভিনয় করেছেন এতে।
সাত পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তৌহিদ মিটুল। গল্প লিখেছেন অদিতি মজুমদার ও সানিয়াত হোসেন। এ ওয়েব সিরিজ নিয়ে নির্মাতা তৌহিদ মিটুল বলেন, ‘সিলেটের আশপাশের চা–বাগান ঘিরে এর গল্প আবর্তিত। গার্ডেন গেম নামেই বোঝা যাচ্ছে পুরো গল্পটি বাগানকেন্দ্রিক। এর পুরো শুটিংটা হচ্ছে সিলেটে।’
সিরিজটির টাইটেল গানে কন্ঠ দিয়েছে কলকাতার ক্যাকটাস ব্যান্ড-এর শিল্পীরা। আইটেম গান গেয়েছেন মমতাজ ও বেলাল খান। এপ্রিলের শেষে বায়োস্কোপে সিরিজটি দেখা যাবে বলে জানা গেছে।